West Bengal voter list 2002 check your name in electoral roll of 2002 SIR

https://www.teckpas.com/

West Bengal voter list 2002 check your name in electoral roll of 2002 SIR. ( Special Intensive Revision (SIR) .

পশ্চিমবঙ্গের voter তালিকা 2002 দেখতে চাইছেন? বুঝতে পেরেছেন না কি ভাবে এটি দেখতে হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক।

👨‍👩‍👧‍👦 West Bengal voter list 2002 SIR.

আপনি এই আর্টিকেলের মাধ্যমে ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে find করবেন এবং voter list Download কিভাবে করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আপনার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে।

Table of Contents


⏩️ পশ্চিমবঙ্গের ভোটার যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। যার জন্য BLO ( Booth Level Officer ) বাড়িতে বাড়িতে গিয়ে SIR FORM  কিংবা গণনার FORM দিচ্ছে এবং ওই ফর্মটা সঠিকভাবে ফিলাপ করে বিএলওকে জমা করতে হবে।

SIR DEMO FORM 👇.
https://www.teckpas.com/
এবার সঠিকভাবে ওই ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করতে হবে।এবার ওই ফর্মটা ফিলাপ করার সময় 2002 এর লিস্ট অনুযায়ী সমস্ত কিছু তথ্যগুলো দিতে হচ্ছে। আপনার নামটা 2002 এর লিস্টে থাকুক কিংবা না থাকুক অবশ্যই তোমার নাম না থাকলে বাবার নাম রয়েছে কিংবা মায়ের নাম রয়েছে কিংবা আপনাদের পরিবারের অন্যান্য কোন সদস্যের নাম রয়েছে। 

ওই 2002 এর লিস্ট ডাউনলোড করতে হবে এবং ওই লিস্ট অনুযায়ী যাবতীয় তথ্য দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে। তার জন্য আজকের article এর মাধ্যমে এই 2002 এর voter list কিভাবে দেখবেন এবং Download করবেন সেটি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি।

⏩️ ২০০২ সালের ভোটার লিস্টের নিম্নলিখিত কারণে গুরুত্বপূর্ণ।

নাগরিকত্ব যাচাই - ২০০২ সালের তালিকায় নাম থাকলে ২০২৫ সালের SIR প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত নথি জমা করতে হবে না।

ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ২০০২ সালের নির্বাচনী ও জনসংখ্যার তথ্য বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষদের বসবাস ও ভোটার তথ্য যাচাইয়ের জন্য এটি একটি মূল্যবান নথি।

🌍 ২০০২ সালের ভোটার লিস্ট কেন গুরুত্বপূর্ণ?

২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ Special Intensive Revision (SIR) হয়েছিল, যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয়। এই তালিকার মূল উদ্দেশ্য ছিল ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করা। এই তালিকায় নাম থাকা ব্যক্তিদের ২০২৫ সালে শুরু হতে যাওয়া Voter SIR প্রক্রিয়ায় অতিরিক্ত কোনো নথি জমা করতে হবে না। তাই, এই তালিকা নাগরিকত্ব প্রমাণ, ঐতিহাসিক গবেষণা, এবং পারিবারিক ইতিহাস খোঁজার জন্য অমূল্য।

👨‍👩‍👧‍👦 ২০০২ সালের ভোটার তালিকায় কি কি তথ্য থাকে?

ভোটারের নাম।
বাবা/স্বামীর নাম।
বয়স ও লিঙ্গ।
ভোটার কার্ড নম্বর (EPIC Number)।
ঠিকানা ও ভোটকেন্দ্রের বিবর।

📲 মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইট visit কি ভাবে করবেন? Or Voter list 2002  কিভাবে দেখবেন?

আপনি যদি voter list 2002 বা ২০০২ এর ভোটার লিস্ট দেখতে চাইছেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে দেখতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন: CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইট। 👇

 ( https://ceowestbengal.wb.gov.in/ ) 

ভিজিট করুন।

https://www.teckpas.com/

https://www.teckpas.com/

https://www.teckpas.com/

https://www.teckpas.com/

তো 2002 এর লিস্ট দেখার বা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের এই চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি  নিচের দিকে আসবেন।

👨‍👩‍👧‍👦 জেলা ও বিধানসভা কেন্দ্র নির্বাচন করা।

নিচের দিকে আসার পর এখানে লেটেস্ট নিউ সেকশন দেওয়া রয়েছে। যেখানে ডানদিকে রয়েছে ELECTORAL ROLL SIR 2002। এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নামগুলো কিন্তু এইভাবে খুলে যাবে। 

যেমন 👇

📲ELECTORAL ROLL 2002.
(Voter List) District -- 

Coochbehar, Jalpaiguri, Darjeeling, Uttar Dinajpur, Dakshin Dinajpur,Malda, Murshidabad, Nadia, North 24Parganas, South 24 Parganas, Kolkata NW, Kolkata NE, Kolkata SOUTH, Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, Purulia, Bankura, Burdwan, Birbhum.

যেখানে নিচের দিকে আসতে হবে। এবার আপনার যে জেলার অন্তর্গত কিংবা আপনি যে জেলার জন্য এই লিস্টটা ডাউনলোড করতে চাইছেন কিংবা চেক করতে চাইছেন অবশ্যই ওই জেলার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম এখানে বেরিয়ে আসবে। অর্থাৎ Assembly Constituency  নামগুলো বেরিয়ে আসবে।

এবার আপনি যে বিধানসভা কেন্দ্র থেকে বিলং করেন কিংবা তোমার ভোটার আইডি কার্ডের বিপরীত সাইডে দেখবে ওখানে কিন্তু বিধানসভা কেন্দ্রে কিন্তু অবশ্যই নাম্বার এবং নামটা দেয়া রয়েছে। তো অবশ্যই আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা দেখবেন। তারপর এখানে তার উপরে ক্লিক করতে হবে। বিধানসভা কেন্দ্রের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বিধানসভা কেন্দ্র নাম অনুযায়ী সমস্ত পোলিং স্টেশন অর্থাৎ আপনি যে স্কুলে ভোটটা দিয়ে থাকেন ওই স্কুলের ডানদিকে আপনাদের ফাইনাল রোল অপশনে ক্লিক করতে হবে।

👨‍👩‍👧‍👦ক্যাপচা যাচাই করা এবং PDF তালিকা সংরক্ষণ করা।

তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা কোড আপনাদের দেয়া হবে। এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের কোডটায় লিখতে হবে। লেখার পর শুধুমাত্র ভেরিফাই অপশনে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনাদের 2002 সালের ভোটার লিস্টটা দেখতে পাবেন।  এবার আপনাদের মেমোরি কার্ডে কিংবা আপনাদের ডিভাইসে সেভ হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। বা Screenshot করে নেবেন।  ওই পিডিএফটা খোলার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারফেসটা ওপেন হবে। এখানে 2002 সালের যে প্রথম পেজটা রয়েছে কিংবা প্রথম পেজ রয়েছে শো করবে। যেখানে আপনাদের যাবতীয় ইনফরমেশন পাবে। এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে।

👨‍👩‍👧‍👦 আপনাদের ফর্ম ফিলাপের সময় কি কি লাগবে?

এখানে আপনাদের লাগবে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর এবং অংশ নম্বর লাগবে।

তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে আসার পর আপনি দেখবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের সমস্ত ওয়ার্ড নম্বর থেকে শুরু করে থানার নাম, জেলার নাম, পিনকোড ইত্যাদি সমস্ত কিছু দেয়া থাকবে।

তো, এইগুলো কিন্তু যখন  আপনার ফর্ম ফিলাপ করবে, ফর্ম ফিলাপের সময় এই সমস্ত Information গুলো লাগবে। ওকে।

এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাবে তোমাদের ভোটদান কেন্দ্রের নাম এবং তার সঙ্গে সঙ্গে তার নম্বরটা। এবার তোমরা নিচের দিকে আসবে।

👨‍👩‍👧‍👦 ফর্ম পূরণের জন্য ভোটার তালিকার কি কি তথ্য ব্যবহার করা হবে?

লিস্টটা চেক করার জন্য। এখানে বামদিকে সিরিয়াল নম্বর অনুযায়ী ডানদিকে নির্বাচকের নাম এবং ডানদিকে এখানে কিন্তু অবশ্যই তার বাবার নাম তার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানে দেয়া রয়েছে লিঙ্গ বয়স এবং ডানদিকে দেয়া রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। আপনাদের সমস্ত সেকশনগুলো দেয়া রয়েছে 2002 সালের ইনফরমেশন দিয়ে ফিলাপ করতে হবে ওখানে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই নাম্বারটা বসবে মানে 2002 সালের লিস্টে যে নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আগে ছিল সেটা।

👨‍👩‍👧‍👦 2002 সালের তালিকায় ভোটারের বিবরণ পরীক্ষা করা।

নাম্বারগুলো কিন্তু দিতে হবে, ওকে। তো এখানে কিন্তু অবশ্যই আপনি ইজিলি চেক করতে পারো এখানে নামটা আছে কিনা তো এখানে কিন্তু আপনাদের এইভাবে ম্যানুয়ালি তোমাদের চেক করতে হবে।

আশা করি আপনাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে। এবং যার জন্য বাড়ি বাড়ি এসআইআর কিংবা গণনার ফর্ম দেয়া হচ্ছে ওই ফর্মে যে 2002 সালের লিস্টের তথ্যগুলো লাগবে ওই তথ্যগুলো আপনাদের কিভাবে চেক করবেন এবং 2002 সালের ভোটার লিস্ট তোমরা কিভাবে মোবাইল থেকে ইজিলি ভাবে আপনারা ডাউনলোড করে নিবেন সমস্ত কিছু।

ইনফরমেশন দেখতে পারবে আপনাদের সমস্ত কিছু বলে দিলাম যদি এই সম্পর্কে কোন কিছু Questions কিংবা কোয়ারিজ থেকে থাকে, নিচে আপনারা কমেন্ট করতে পারেন।

ধন্যবাদ।
🙏.

Post a Comment

0 Comments